অত্যন্ত আনন্দের বিষয় যে, ১৯৬৮ সালের ৭ মে প্রথম উৎপাদনের পর, ইস্টার্ণ রিফাইনারি লিমিটেড (ই আর এল), দেশের একমাত্র সরকারি তৈল শোধনাগার হিসেবে সম্প্রতি ৫০ বছর পূর্তি উৎযাপন করেছে। দীর্ঘ পরিক্রমায় প্রানপ্রিয় এই প্রতিষ্ঠান স্বত্ত্বাধিকার এবং প্রক্রিয়াগত দিক থেকে অসংখ্য পরিবর্তনের মধ্য দিয়ে পরিনত হয়েছে এবং আকার, কর্মপদ্ধতি ও গুরুত্বের দিক থেকে উল্লেখযোগ্য পরিবর্ধনের মধ্য দিয়ে সমৃদ্ধ হয়েছে। মহান আল্লাহ্ তায়ালার অসীম অনুগ্রহে ই আর এল একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে প্রতি বছর জাতীয় রাজস্বে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে এবং পাশাপাশি দেশের ক্রমবর্ধমান চাহিদার সাথে সামাঞ্জস্য রেখে ধারাবাহিকভাবে বিভিন্ন পেট্রোলিয়ামজাত পণ্যের সুষ্ঠু সরবরাহ বজায় রেখে চলেছে। এই প্রতিষ্ঠানের উৎপাদন, বাণিজ্যিক দক্ষতা, আর্থিক সক্ষমতা এবং আন্তরিক শিল্প সম্পর্ক দীর্ঘসময় ধরে দেশের সরকারী ক্ষেত্রে একটি অনুকরণীয় প্রতিষ্ঠান হিসেবে একে প্রতিষ্ঠিত থাকতে সহায়তা করে চলেছে, যা মূলতঃ কর্মকর্তা, কর্মচারীগণের নিরলস পরিশ্রম, পরাকাষ্ঠা এবং আন্তরিকতার ফসল।
এই ওয়েব পোর্টালটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠা ভূমিকা এবং কর্মপরিধি সম্পর্কে জনগণকে অবিহিত করার লক্ষে তৈরি করা হয়েছে। কারিগরি জটিলতা পরিহার করে একে একটি সহজবোধ্য তথ্যভান্ডার হিসেবে তৈরি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে।
ওয়েব পোর্টালটি তৈরি এবং কার্যকর করার কাজে নিয়োজিত সকলের অবদানকে কৃতজ্ঞচিত্তে স্বীকার করছি।